ঢাকাস্থ ধামতীবাসীর সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মতবিনিময়

0
738
ঢাকাস্থ ধামতীবাসীর সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকাস্থ ধামতীবাসীর সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর খিলগাওয়ে ফরচুন কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৩নং ধামতী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান সরকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, বাংলাদেশ পরমানু কমিশনের কর্মকর্তা আব্দুল আল মামুন, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, কমান্ডার হারুনুর রশীদ প্রমুখ।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ ঢাকায় অবস্থানরত ধামতী ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সকলে ঐক্যবদ্ধ হয়ে দল-মত নির্বিশেষে সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের জন্য কাজ করে ১৩ নং ধামতী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

জসিম উদ্দিন বলেন, এমন একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই যেখানে থাকবে না মাদক, দারিদ্র, অশিক্ষা এবং বাল্যবিবাহ।

মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের একজন আস্থাভাজন কর্মী হিসেবে ১৩ নং ধামতী ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here