পুলিশের ডোপ টেস্টে; নতুন বরখাস্ত ৮

0
305
পুলিশের ডোপ টেস্টে; নতুন বরখাস্ত ৮

খবর৭১ঃ ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারায় কুষ্টিয়ায় আট পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ওই আট পুলিশ সদস্যের দুজন উপপরিদর্শক, দুজন সহকারী উপপরিদর্শক ও বাকিরা কনস্টেবল।

সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন পুলিশ সদস্যদের মাদক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। এরপরই তাঁদের ডোপ টেস্টের আওতায় আনা হয়।

মাদকসেবন ও কেনাবেচার ব্যাপারে বাংলাদেশ পুলিশ শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে।

গেল সপ্তাহেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এর আগে ২২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে ডোপ টেস্টে ৬৮ জন পুলিশ সদস্য ফেঁসে যাওয়ার খবরটি জানানো হয়। মাদকসেবনের দায়ে কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here