ঝালকাঠিতে রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময়

0
416
ঝালকাঠিতে রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময়

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি:
রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণের বিষয়ে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নারী সদস্য, অসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য নারী প্রার্থী এবং বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ অংশগ্রহন করে।‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’-এ কমিটিতে ৩৩ শতাংশ নারীকে সম্পৃক্তকরণ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিতে নারীর অংশগ্রহণ এবং অগ্রগতি কতটুকু তার হালনাগাদ প্রতিবেদন নির্বাচন কমিশনকে প্রদান বিষয়ে মত বিনিময় শেষে জেলা প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনলী। এতে প্রথান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নুপুর, সিপিবি’র সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ হরি, জাসদ সভাপতি সুকমল ওঝা দোলন, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন রুপান্তরের বরিশালের কর্মসূচি সমন্বায়ক রাবেয়া বসরী, ঝালকাঠি জেলা সমন্বায়ক মো. মাহফুজুর রহমান প্রমুখ। ঝালকাঠি জেলা নারী উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here