প্রদীপ প্রজ্বলন আর শ্রদ্ধা-ভালবাসার নানা আয়োজনে ঝালকাঠিতে শ্মশান দীপালি অনুষ্ঠিত

0
359
প্রদীপ প্রজ্বলন আর শ্রদ্ধা-ভালবাসার নানা আয়োজনে ঝালকাঠিতে শ্মশান দীপালি অনুষ্ঠিত

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্মশান দীপালি উৎসব ঝালকাঠির পৌর শ্মশানে প্রদীপ প্রজ্বলন ও অন্যান্য আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। শ্রদ্ধা আর ভালবাসার নানা নৈবেদ্য নিয়ে শ্মশানঘাটের সমাধীতে ছুটে আসেন শতশত স্বজন হারা মানুষ।

দীপালির অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি পৌর শ্মশানে হাজার হাজার মোমের শিখায় আলোকিত হয়ে ওঠে। স্বর্গীয় ব্যক্তির আত্মার শান্তি কামনায় প্রার্থনা আর ধর্মীয় নানা আচার অনুষ্ঠান চলে রাত অব্দি। হিন্দুরা বিশ্বাস করে আসছে, এ দিন স্বর্গীয় আত্মা পৃথিবীতে আসেন এবং খুব কাছ থেকে স্বজনদের দেখতে পান । তাই ফুলের ডালির সাথে স্বর্গীয় ব্যক্তির পছন্দের নানা রকম খাবার সাজিয়ে সমাধীতে রাখা হয়। আর সমাধীতে প্রদীপ কিংবা মোমের আলো জ্বালিয়ে সকল অন্ধকারকে দূর করতে বিশেষ প্রার্থনা করা হয় । কিন্তু এত আলোর উদ্ভাসিত শিখার মাঝেও স্বজনহরা মানুষগুলো স্বর্গীয় প্রিয়জন স্মরণ করে কান্না লুকাতে পারেন না । তাই এ সময় শ্মাশানঘাট পরিনত হয় ভাবগাম্ভির্যময় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here