ঝিনাইদহে করোনা প্রতিরোধে ৩ দিন ব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু

0
361
ঝিনাইদহে করোনা প্রতিরোধে ৩ দিন ব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্বাস্থ্য বিধি মেনে চলাচল, মাস্ক পড়ার বাধ্যতামুলক করে সচেতনতামুলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

পরে শহরে পোস্ট অফিস মোড়, আরাপপুর, হামদহ, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদের জরিমানা করে মাস্ক দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার ২য় ঢেউ প্রতিরোধে ঝিনাইদহে নানা কর্মসূচী হাতে দেওয়া হয়েছে। ক্রাশ প্রোগ্রাম এর মধ্যে একটি। আগামী ৩ দিন শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে সচেতনতামুলক প্রচারণা চালানো হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচী চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here