মুজিব শতবর্ষ ই সেবা ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
359
মুজিব শতবর্ষ ই সেবা ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মুজিব শতবার্ষিকী সেবা ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ নভেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ইউনিয়নের সচিব শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা অনুপ অধিকারী।এ সময়ে আয়োজক অধিকারী জানান ই সেবা ক্যাম্পেইন উপলক্ষে ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।বাংলাদেশকে ডিজিটাল করতে এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকারি বেসরকারি সকল প্রকার সেবা প্রদান করা হবে।ক্যাম্পেইন উপলক্ষে আগতদের বিনা মূল্যে সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল সেন্টারের সেবা সম্পর্কে গ্রামের মানুষকে অবহিত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here