দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল

0
498
সারাদেশে করোনা ভাইরাসে আরো ২১ জনের মৃত্যু

খবর৭১ঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫১৭ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫১৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৪ হাজার ১৬৪ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শূন্য ৯ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।

মৃতদের ২১ জনই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন। নারী চার জন। এখন পর্যন্ত চার হাজার ৬২১ জন পুরুষ মারা গেছেন। নারী মারা গেছেন এক হাজার ৩৮৩ জন।শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯৭ শতাংশ, নারী ২৩ দশমিক শূন্য তিন শতাংশ।

মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষনে ২১ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১৪ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে ২১ জনের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম তিন জন করোনা রোগী শনাক্তের কথা জানা যায়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here