অনলাইনে নয় কেন্দ্রে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেবে ঢাবি

0
238
ভর্তি পরীক্ষা নেবে পাবলিক বিশ্ববিদ্যালয়

খবর৭১ঃ আগামী শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনলাইনে নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছুদের কেন্দ্রে এসে দিতে হবে পরীক্ষা। তবে ২০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা নেয়া হবে ১০০ নম্বরের। আগামী জানুয়ারি- ফেব্রুয়ারির দিকে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

করোনা মহামারীর মধ্যে কোন পদ্ধতিতে কি প্রক্রিয়ায় পরীক্ষা নেয়া হবে সে সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার সকালে ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ড. মাকসুদ কামাল বলেন, ‘আমরা অনলাইনে ভর্তি পরীক্ষা নিচ্ছি না। শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’

‘এই পরীক্ষা নেয়া হতে পারে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি না হলে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলো কিংবা বড় কলেজগুলোতে পরীক্ষা নেয়ার চিন্তা রয়েছে ঢাবির।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগে ২০০ নম্বরের পরীক্ষা তবে এবার মহামারীতে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেটা কমিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ঢাবির এই উপ-উপাচার্য বলেন, ‘মোট ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর। আর বাকি ৮০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বর লিখিত থাকবে।’

ডিনস কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, ‘বিভিন্ন অনুষদের ডিনরা ভর্তি পরীক্ষা অনলাইনে না নেওয়ার পক্ষে সুপারিশ করেছেন। এসব সুপারিশ অ্যাকাডেমিক সভায় যাবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, ডিনস কমিটির বৈঠকে সকল অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। উপস্থিত কেউই অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে সুপারিশ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here