মিরসরাইয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

0
327
মিরসরাইয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

মিরসরাই প্রতিনিধিঃ
‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে, বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’। এরকম নানা শ্লোগান ধারণ করেন মিরসরাই উপজেলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) জোরারগঞ্জ থানার অধীনে বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর বিট পুলিশের উদ্যোগে খান সিটি সেন্টারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকীর সঞ্চালনায় এবং বারইয়ারহাট পৌরসভা ১ নম্বর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শরীফুজ্জামানের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হারুন, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া, বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নিজাম উদ্দিন আনছারী, ছুটি খাঁ মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেওয়া থেকে বিরত থাকুন। পড়াশোনার সময় স্মার্টফোন পুরোপুরি নিষিদ্ধ করুন। যদিও বা স্মার্টফোন দিন তাহলে স্মার্টফোনের ভালো দিকগুলোর প্রতি নজর রাখার জন্য তাদের বলুন। নারী ধর্ষণ ও নির্যাতনরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তবে এটি একদিনে রোধ করা যাবে না, আস্তে আস্তে কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here