ব্ল্যাক হোল’ নিয়ে গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

0
307
ব্ল্যাক হোল’ নিয়ে গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

খবর৭১ঃ ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে উচ্চতর গবেষণার জন্য এ বছর পদার্থে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় দুপুরে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন।

নোবেল বিজয়ীরা হলেন, বিজ্ঞানী রজার পেনরোস, রেইনহার্ড গেনজ্যাল এবং আন্দ্রিয়া ঘেজ। খবর এপি’র।

রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, এই তিন বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন কিছু আমাদের সামনে এনেছেন।

বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মহাবিশ্বের কাঠামো সম্পর্কে নতুন বোঝাপড়া এবং মিল্কি ওয়েতে সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের অস্তিত্বের সন্ধান সামনে এনে গত বছর পদার্থে নোবেল পুরস্কার পান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, জেনেভা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মেয়র ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ দিদিয়ের কুয়েলজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here