ছাতকে সাপুড়ের হাতে ধরা পড়েছে ২৬টি বিষধর সাপ

0
337
ছাতকে সাপুড়ের হাতে ধরা পড়েছে ২৬টি বিষধর সাপ

হাবিবুর রহমান নাসির ছাতক:

ছাতকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬টি বিষধর সাপ ধরেছে সাপুড়ে। সোমবার ভোরে শহরের মন্ডলীভোগ শাহজাজালাল আবাসিক এলাকার মৃত আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এসব সাপ ধরা পড়ে। ধৃত সাপ গুলোর মধ্যে রয়েছে ২টি বিশাল আকৃতির কিং কোবরা। এ ছাড়া ৭টি ভিমরাজ, ৬টি আলদ, ৫টি দুধরাজ, ৪টি দাঁড়াইশ ও ২টি গেছো আলদ জাতীয় সাপ ধরেন তান্ত্রীক ওঝা বুরহান উদ্দিন জালালী। বন্যার পানিতে সব সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে বলে ওঝা জানিয়েছেন। সাপ ধরার কাজে সহযোগিতা করেন সাপুড়ে শামীম আহমদ, নূর আলম, আছকির মিয়া, শরীফ মিয়া ও ক্ষুদে সাপুড়ে খালেদ হাসান জালালী।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here