৪ ঘণ্টা পর নিভল চট্টগ্রামের পোশাক কারখানার আগুন

0
367
৪ ঘণ্টা পর নিভল চট্টগ্রামের পোশাক কারখানার আগুন

খবর৭১ঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের উপজেলার মইজ্জারটেক সংলগ্ন খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামে কারখানাটিতে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলী আকবর জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে কারখানাটির ১১ তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে যায়। রাত ১১টা নাগাদ পঞ্চম তলার আগুন পুরোপুরি নির্বাপণ হয়। ষষ্ঠতলার আগুনও প্রায় নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান।

আগুনে এ পর্যন্ত হতাহতের কোনো খবরও নেই বলে জানিয়েছেন আলী আকবর। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কারখানাটিতে তৈরি পোশাক, পুতুলসহ আরও বিভিন্ন উপকরণ বানানো হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয় একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের শুরুর দিকে কারখানার ভেতর ১০/১২ জন শ্রমিক ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা বের হয়ে আসতে সক্ষম হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here