অভিনেতা সুশান্তের মৃত্যু ছিল আত্মহত্যা: ফরেনসিক রিপোর্ট

0
427
অভিনেতা সুশান্তের মৃত্যু ছিল আত্মহত্যা: ফরেনসিক রিপোর্ট

খবর৭১ঃ
ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে ভারতের সরকারি প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল বোর্ড। তারা এ অভিনেতার মৃত্যুর ঘটনা বিষক্রিয়া এবং শ্বাসরোধ হত্যার যে অভিযোগ করা হয়েছিল তা উড়িয়ে দিয়েছে।

এআইআইএমএসের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত বলেন, ছয় সদস্যের এই মেডিকেল বোর্ড ৩৪ বছর বয়সী সুশান্তের মৃত্যুর তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত বোর্ডের কাছে ‘বিষক্রিয়া এবং শ্বাসরোধ’ এর দাবি খারিজ করে দিয়েছে।

ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকা গুপ্ত সাংবাদিকদের জানান, ‘এটি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কাছে জমা দিয়েছি। গলায় ফাঁস ছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ছাড়াও, সুশান্তের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নও ছিল না।’

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here