দেশে চার মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

0
292
করোনায় আরও ২০ প্রাণহানি, নতুন শনাক্ত ১৩৩৫

খবর৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ২০ জন। নতুন মৃত্যুর এ সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮২ জন।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ হাজার ৩১২টি নমুনা সংগ্রহ হয়।১০৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৫৫৪টি। এতে নতুন শনাক্ত হন ১ হাজার ১৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ১০৫টি নমুনা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে মারা গেছেন ২০ জন। যা চার মাসের (১২৮ দিন) মধ্যে সবচেয়ে কম। এর আগে একদিনে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল ২৮মে। সেদিন ১৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩২৫ জনে।

এছাড়া গত এক দিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আরও ১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হওয়ায় এই সংখ্যাটা বেড়ে হয়েছে ২ লাখ ৮০ হাজার ৬৯ জনে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ২১ সেপ্টেম্বর তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২২ সেপ্টেম্বর সেই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here