ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিস্ফোরণ

0
517
ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিস্ফোরণ

খবর৭১ঃ নারায়ণগঞ্জের বন্দরে ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মো. নাঈম (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকার জনতা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল সদর উপজেলার বাধাল গ্রামের মৃত সাফায়েত শেখের পুত্র নাঈম। সে দেওয়ানবাগ এলাকায় মোস্তফা মাস্টারের বাড়িতে ভাড়া থাকে। রোববার রাত সাড়ে ৭টার দিকে জনতা সুপার মার্কেটের ভেতর স্বপ্না মাল্টি পারপাসের পাশে বসে ইউটিউব দেখে বোমা তৈরি করছিল নাঈম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে ঢাকা স্টার সার্ভিসিং সেন্টার অ্যান্ড ইলেকট্রনিকসের সাঁটার ও গ্লাস ছিদ্র হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাঈমকে গ্রেফতার করে। এ ঘটনায় দোকান মালিক আহসান উল্লাহ বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, গ্রেফতারকৃত নাঈমকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here