মুরাদনগরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

0
621
মুরাদনগরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

মোঃ রাসেল মিয়া, (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর হত্যার উদ্দেশ্যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি হামলায় সকল নিহত শহিদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।

আলোচনা সভায় ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় দোষীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল
খায়ের, উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক রানা, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, জেলা
আওয়ামীলীগ নেতা মোতাহের মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেত্রী মিতু হাসান, উত্তর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, উত্তর জেলা কৃষকলীগের সদস্য
আক্তার হোসেন মেম্বার, উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, সাবেক আহবায়ক আবদুর রহিম, উত্তর জেলা মৎসজীবীলীগের সদস্য সচিব রাজিব মুন্সি,
উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম শারফিন শাহ্, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম প্রমুখ।

আলোচনা শেষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলী, উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের অংশ গ্রহণে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা আওয়ামীলীগ কর্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বর হয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কর্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here