দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬, শনাক্ত ৩২০০

0
296
মালয়েশিয়ায় দশ গুণ বেশি সংক্রামক করোনার সন্ধান

খবর৭১ঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৭৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন।

গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭৪০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। গতকালের চেয়ে ১ হাজার ৫৯৩ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৬৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৫৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ২০০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬০৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৭২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ বেশি।

দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৩৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৮৩৬ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫৯৯টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৩০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৮৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৭৯৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here