করোনা: এক কোটি সাড়ে ৪৭ লাখের বেশি মানুষ সুস্থ

0
335
মালয়েশিয়ায় দশ গুণ বেশি সংক্রামক করোনার সন্ধান

খবর৭১ঃ
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ।

আজ মঙ্গলবার পর্যন্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে এক কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৪৪০ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত সাত লাখ ৭৩ হাজার ২০ জন রোগী মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন, ব্রাজিলে ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪, ভারতে ১৯ লাখ ৭৬ হাজার ২৪৮, রাশিয়ায় সাত লাখ ৩৬ হাজার ১০১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৭৭ হাজার ৬৭১, পেরুতে তিন লাখ ৬৫ হাজার ৩৬৭, চিলিতে তিন লাখ ৬০ হাজার ৩৮৫ জন।

মেক্সিকোতে তিন লাখ ৫৯ হাজার ৩৪৭ জন, ইরানে দুই লাখ ৯৯ হাজার ১৫৭, পাকিস্তানে দুই লাখ ৬৯ হাজার ৮৭, সৌদি আরবে দুই লাখ ৬৮ হাজার ৩৮৫, তুরস্কে দুই লাখ ৩১ হাজার ৯৭১, ইতালিতে দুই লাখ তিন হাজার ৯৬৮, জার্মানিতে দুই লাখ দুই হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছেন।

কাতারে এক লাখ ১২ হাজার ৮৮ জন, কানাডায় এক লাখ ৯ হাজার ৫৯, ফ্রান্সে ৮৪ হাজার ৬৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ ছাড়া কুয়েতে ৬৮ হাজার ৬৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ৭৯৪, সিঙ্গাপুরে ৫২ হাজার ৩৫০, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৯৩৪, অস্ট্রেলিয়ায় ১৪ হাজার ৫৩৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৮৭৬ ও বাংলাদেশে এক লাখ ৬০ হাজার ৫৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here