করোনার ভ্যাকসিনের খুচরা উৎপাদন শুরু করেছে রাশিয়া

0
462
করোনার ভ্যাকসিনের খুচরা উৎপাদন শুরু করেছে রাশিয়া

খবর৭১ঃ প্রাণসংহারী নোভেল করোনাভাইরাস থেকে রক্ষা করতে প্রথম টিকা আবিষ্কারের ঘোষণার পর এর খুচরা উৎপাদন শুরু করেছে রাশিয়া।শনিবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়াই প্রথম টিকা আবিষ্কার করে। মস্কোয় অবস্থিত গামালেয়া ইনিস্টিটিউট এ টিকা আবিষ্কার করে, যার নাম রাখা হয় স্পুৎনিক-ভি। চলতি মাসের শেষ দিকে টিকাটি বাজারজাত করা হবে বলে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা টিকার প্রথম ব্যাচ অবমুক্ত হবে। পশ্চিমা বিশ্ব রুশ টিকাকে অনিরাপদ বলে যে উদ্বেগ প্রকাশ করেছে তাও নাকচ করে দেন মুরাশকো। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীরাই এমন কথা বলছে। একইসঙ্গে তিনি জানান, এই টিকা গ্রহণকারীরা কোনো ধরনের সমস্যার মুখে পড়ছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে।

গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা টিকা আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা দেন। তিনি বলেন, তার দেশ করোনা প্রতিরোধের টিকা আবিষ্কারে বিশ্বে প্রথম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here