দৈত্যাকৃতি হিরার সন্ধান মিলল রাশিয়ার খনিতে, বয়স ২৩ কোটি বছর!

0
363
দৈত্যাকৃতি হিরার সন্ধান মিলল রাশিয়ার খনিতে, বয়স ২৩ কোটি বছর!

খবর৭১ঃ আয়তন ৪৭*২৪*২২ মিলিমিটার। তার উজ্জ্বলতা হার মানাবে পৃথিবীর যাবতীয় লাবণ্যকেই। হ্যাঁ এমনই একটি আশ্চর্য হিরক খণ্ড উঠে এলো রাশিয়ার ভূগর্ভ থেকে।

ভূবিজ্ঞানীরা বলছেন, হলদে-বাদামি এই বৃহদাকার হিরকখণ্ডটি ২৩ কোটি বছরের পুরনো হতে পারে।

শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ করে নিজেরাই বিক্রি করবে আলরোসা নামক সংস্থাটি নাকি অবিকৃত অবস্থায় নিলামে তোলা হবে। তবে হিরাটির দাম হবে কয়েকশো কোটি ডলার একথা নিশ্চিত।

২০১৭ সালের গ্রীস্মকালেও একটি বিরল গোলাপি হিরে পাওয়া যায় এই খনি থেকেই।

তবে রাশিয়ায় অতীতে এই মাপের হিরকখণ্ড অতীতে কখনও পাওয়া যায়নি। সংস্থার কর্ণধার পাভেল ভিনিখিন স্বভাবতই বেজায় খুশি। তার কথায়, “স্মরণীয় আবিষ্কার হলো আমাদের এই খনি থেকে। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here