করোনায় মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ

0
346
করোনায় মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ
কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার দুপুরে মারা গেছেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

মো. শহীদুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা আকতার। মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়।

শহীদুল্লাহ ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত চিঠিতে তিনি জানান, স্বাস্থ্য খাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলি, পদায়ন হয়ে থাকে। সিএমএসডির কেনাকাটাও তাদের কবজায়। তিনি চিঠিতে ঠিকাদারদের নামও উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here