মানবদেহে অক্সফোর্ডের ভ্যাকসিনে সাফল্য, তৈরি হচ্ছে এন্টিবডি

0
263
মানবদেহে অক্সফোর্ডের ভ্যাকসিনে সাফল্য, তৈরি হচ্ছে এন্টিবডি

খবর৭১ঃ প্রাথমিকভাবে মানবদেহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন প্রয়োগে সাফল্য দেখেছেন বিজ্ঞানীরা। মানবদেহে এ ভ্যাকসিন প্রয়োগের পর নিরাপদে শরীরে প্রবেশ করে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি সিস্টেম) বৃদ্ধিতে প্রশিক্ষণ দিচ্ছে।

বিবিসি জানিয়েছে, ১ হাজার ৭৭ জনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করে দেখা গেছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে তাদের শরীরে এন্টিবডি ও শ্বেত রক্তকণিকা তৈরি করছে।

তবে সুরক্ষা দেওয়ার পক্ষে এটি যথেষ্ট কিনা তার জন্য বড় আকারের পরীক্ষা চলছে। ইতিমধ্যে যুক্তরাজ্যের সরকার ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়েছে সারা বিশ্বেই।

করোনার প্রাদুর্ভাবের পর থেকেই ভ্যাকসিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। ২০টিরও বেশি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে এরই মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here