দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে শার্শা’র দাদখালী খালে অভিযান চালিয়ে ৫টি বেইন জাল আটক

0
320
দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে শার্শা’র দাদখালী খালে অভিযান চালিয়ে ৫টি বেইন জাল আটক

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে ইছামতি নদীর সাথে সংযুক্ত শার্শা’র কায়বা ইউনিয়নের দাদখালী খালে অভিযান চালিয়ে অসাধু মৎস্য সিকারিদের ৫টি বেইন জাল আটক পূর্বক ধ্বংশ করেছেন উপজেলা মৎস্য দপ্তর। বুধবার দুপুরে শার্শা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে বিশেষ এক অভিযানের মাধ্যমে এ জালগুলো আটকপূর্বক ধ্বংশ করা হয়।

এ বিষয়ে শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বুধবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কায়বা ইউনিয়ন পরিষদের প্রত্যক্ষ সহযোগিতায় ইছামতি নদীর সাথে সংযুক্ত দাদখালী খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির জন্য অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত খাল থেকে ৫ টি বেইন জাল (দোড়া-৮০০ মিটার) জব্দ করা হয়। যা দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা (টেংরা, বাইন, পুটি, ভেটকি ইত্যাদি) নদী থেকে খালের মাধ্যমে বিলে প্রবেশের মুখে আড়াআড়িভাবে বন্ধ করে অসাধু মৎস্য শিকারীরা আটক করে নষ্ট করছে। পরে জালগুলো কায়বা ইউনিয়ন পরিষদের পাশে ঘীবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুড়িয়ে বাজেয়াপ্ত করা হয়। উক্ত সময় অসাধু মৎস্য শিকারী কাউকে পাওয়া যায় নাই, তবে জানা যায় এরা প্রকৃত মৎস্যজীবি নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here