মদনে বন্যার্থদের মাঝে নির্বাহী কর্মকর্তার ত্রাণ বিতরন

0
455
মদনে বন্যার্থদের মাঝে নির্বাহী কর্মকর্তার ত্রাণ বিতরন

আব্দুল আওয়ালঃ মদনে গতকয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত এলাকার পানিবন্দি বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ বিতরন করেন।

আরো পড়ুনঃ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে কারণ দর্শানোর নোটিশ

রবিবার এইসব বন্যাদূর্গতদের দুর্দশা দেখেতে প্লাবিত এলাকায় করোনা ভয় উপেক্ষা করে ছুটে যান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বুলবুল আহমেদ। তিনি স্বচক্ষে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদককে জানান, গতকয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মদনের গোবিন্দশ্রী, মদন ও মাঘান ইউনিয়নের নিন্মাঞ্চাল প্লাবিত হয়েছে।

আরো পড়ুনঃ মুজিববর্ষ উপলক্ষে সৈয়দপুরে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করলো কৃষি দপ্তর

পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার শতাধিক মানুষ। এই সমস্ত পানিবন্দি মানুষদের জন্যে প্রাথমিক ভাবে কিছু শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড়সহ ডাল, মোম, ম্যাচ ও খাবার সেলাইনের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: আতিকুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here