সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪১২ বাংলাদেশি

0
408
সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪১২ বাংলাদেশি
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকে পড়া সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১২ জন বাংলাদেশি। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত করা হয়। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনে সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করবে

এদিকে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশেষ ফ্লাইটে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ফিরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here