সৈয়দপুরে নতুন ১ হাজার ৮৩১ জন ভাতাভোগীর নাম অন্তর্ভূক্ত

0
456
সৈয়দপুরে নতুন ১ হাজার ৮৩১ জন ভাতাভোগীর নাম অন্তর্ভূক্ত

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন করে আরও ১ হাজার ৮৩১জন ভাতাভোগীর নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এ নিয়ে সৈয়দপুরে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা দাড়ালো ১৩ হাজার ১১১ জনে। দপ্তরটির সূত্র জানায়, সৈয়দপুর পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পুর্বে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ছিল ১১ হাজার ২৮০জন। এরমধ্যে বয়স্ক ভাতাভোগী ৭ হাজার ১০জন, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতাভোগী ২ হাজার ৩১৩ জন এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ১ হাজার ৯৫৭ জন ছিল।

২০১৯-২০২০ইং অর্থবছরে নতুন করে আরও ১ হাজার ৮৩১ জন সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১১১জনে। নতুনভাবে তালিকাভূক্তদের মধ্যে বয়স্ক ভাতাভোগী ৬২৩ জন, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতাভোগী ৪৩৮ জন এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ৭৭০জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বয়স্ক ও স্বামী নিগৃহিতা ভাতাভোগীরা নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে মাসিক পাঁচ শত টাকা করে এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীরা প্রতি মাসে সাড়ে ৭শ’ টাকা করে ভাতা পাচ্ছেন। সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার হাওয়া খাতুন এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি অর্থবছরে সেপ্টেম্বর অক্টোবর মাসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির নতুন বরাদ্দ আসে। পরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপজেলা কমিটির সভার মাধ্যমে পৌর ও ইউনিয়ন ওয়ারি ওইসব বিভাজন করা হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here