বাংলাদেশকে ভেন্টিলেটর পাঠালেন পোপ

0
358
বাংলাদেশকে ভেন্টিলেটর পাঠালেন পোপ

খবর৭১ঃ
ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিত্সায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ ১২টি উন্নয়নশীল দেশে ৩৫টি ভেন্টিলেটর পাঠিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এগুলো পাঠানো হয়েছে।

ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিলে চারটি করে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও ভেন্টিলেটর পাঠানো হয়েছে।

এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোর জন্য ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here