ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের ভার্চুয়াল মিটিং

0
345
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের ভার্চুয়াল মিটিং

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ডিজিটাল মেলা উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮-৩০ জুন অনুষ্ঠিতব্য মেলা উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, সাংবাদিক এসএম জসিম উদ্দিন, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, এবার তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল মেলা উদযাপিত হবে। জেলা প্রশাসন প্রদত্ত আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে আগ্রহীরা মেলায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও এ বছর মেলায় কোভিড-১৯ (করোনা) বিষয়ক বিস্তারিত তথ্য সরবরাহ করার হবে। জনসাধারণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মেলার যাবতীয় কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন এবং পরামর্শ প্রদান করতে পারবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here