২১ দিনের জন্য কারাগারে সংসদ সদস্য পাপুল

0
656
কুয়েতে জব্দ হচ্ছে পাপুলের ১৪০ কোটি টাকা
কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ অর্থ ও মানবপাচার, ভিসা বিক্রি ও ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে ২১ দিনের আটকের আদেশ দিয়েছে দেশটির আদালত। বুধবার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমস।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিনের জন্য আটকের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মামলায় অন্য আসামিদের আটকাদেশ অব্যাহত রাখতে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউটর। তবে পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত অপর কুয়েতি কোম্পানির মালিককে দুই হাজার দিনার জামিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাপুলকে গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে। কুয়েতের দুই সরকারি কর্মকর্তা ও এক স্থানীয়কে ভিসা বাণিজ্যের জন্য বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার বিষয়টি পাপুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) থাকা পাপুলের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here