করোনায় পুরোপুরি নষ্ট হতে পারে ফুসফুস

0
471
করোনায় পুরোপুরি নষ্ট হতে পারে ফুসফুস

খবর৭১ঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে এটা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে এবার ব্রিটেনের একদল গবেষক জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ফুসফুস পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে। খবর বিবিসির।

তারা বলছেন, করোনাভাইরাসে মারাত্মকভাবে সংক্রমিত হয়েছেন এমন অনেক মানুষের ফুসফুস আর কখনই সঠিকভাবে কাজ নাও করতে পারে।

তারা জানিয়েছেন, বহু করোনা রোগী প্রাণে বাঁচলেও তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত স্থায়ী ক্ষত তৈরি হতে পারে। এই ক্ষত সারেনা এবং এতে করে মানুষ শ্বাসকষ্ট, খারাপ কাশি এবং দুর্বলতায় ভুগতে পারে।

চিকিৎসকরা বলেছেন, করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষকে আবারো হাসপাতালে ডেকে এনে তাদের ফুসফুস পরীক্ষার প্রয়োজন হবে।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় সেরে ওঠা করোনা রোগীদের ফুসফুসের চিকিৎসার জন্য বিশেষ কেন্দ্র খোলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here