ক্রিকেটের অধিকাংশ ফিক্সিংয়ে ভারত জড়িত: আইসিসি

0
789
ক্রিকেটের অধিকাংশ ফিক্সিংয়ে ভারত জড়িত: আইসিসি

খবর৭১ঃ ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে এক বিস্ফোরক তথ্য জানিয়েছে ইয়ান্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ক্রিকেটে যত ফিক্সিংযের ঘটনা ঘটেছে তার বেশির ভাগের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে।

গতকাল শনিবার স্পোর্টস ল এন্ড পলিসির ওপর করা এক ওয়েবিনারে আইসিসির ম্যাচ ফিক্সিং তদন্তের সমন্বয়কারী স্টিভ রিচার্ডসন এ তথ্য জানান। তিনি বলেছে, ‘আমাদের হাতে এখন ৫০টির মতো ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত চলছে। এর বেশির ভাগেরই ভারতের সঙ্গে যোগসূত্রতা রয়েছে।’

মূলত ফিক্সিংটা শুরু হয় মাঠের বাইরে, কয়েক ধাপ পেরিয়ে সেটা খেলোয়াড়দের মাধ্যমে মাঠে গিয়ে শেষ হয়।

রিচার্ডসন বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের সবশেষ পর্যায়ে আসে খেলোয়াড়রা। যারা এই ফিক্সিংটা পরিচালনা করে, যারা খেলোয়াড়দের টাকা দেয়, সবই হওঁ মাঠের বাইরে বসে। আমি এখনই অন্তত আটজনের নাম ভারতের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দিতে পারব, যারা প্রতিনিয়ত খেলোয়াড়দের সঙ্গে ফিক্সিংয়ের বিষয়ে যোগাযোগ করে।’

ক্রিকেটের জন্য এটিকে খুব আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করে রিচার্ডসন বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ফিক্সিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা ছাড়া পথ নেই।

ক্রিকেটে ফিক্সিং নিয়ে আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন রিচার্ডসন। বিশ্ব ক্রিকেটের সদস্যদের মধ্যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে আইন করেছে। রিচার্ডসন বলেন, ‘এখন লঙ্কান ক্রিকেট আগের চেয়ে সুরক্ষিত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা আগেই সতর্ক। ভারতে এমন কোনো আইন না থাকায়, আকসু এক হাত বাধা অবস্থায় কাজ করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here