বেনাপোলে’ সাংসদ শেখ আফিল উদ্দিন’র উদ্যোগে ৭৫০ পরিবারের মধ্যে খাদ্যের সহযোগিতা শ্রমিক ইউনিয়ন’র

0
534
বেনাপোলে’ সাংসদ শেখ আফিল উদ্দিন’র উদ্যোগে ৭৫০ পরিবারের মধ্যে খাদ্যের সহযোগিতা শ্রমিক ইউনিয়ন’র

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন’র উদ্যোগে আত্মমানবতার সেবাই ৭৫০ পরিবারের মধ্যে খাদ্যের সহযোগিতা করেছেন যশোর আন্ত:জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরী “দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত” শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত)। রবিবার বেলা ১১ টার সময় বেনাপোল বন্দর এলাকার বাইপাস সড়কের উপর বড়আঁচড়া গ্রামের বটতলা নামক স্থানে এ খাদ্যের সহযোগিতা করা হয়।

যশোর আন্ত:জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরী “দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত” শ্রমিক ইউনিয়ন(প্রস্তাবিত)’র সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।

উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, সহ সভাপতি আলীকদর সাগর, উক্ত সংঠনের উপদেষ্টা আজিম উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক শাহীন, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ প্রমুখ।

এসময় উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা বলেন, যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের উদ্যোগে ৭৫০ জন অস্বচ্ছল মটর শ্রমিক পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু ও ১ কেজি ডালের সহযোগিতা করা হয়েছে। এসময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য। বিশ্বজুড়ে মরণঘাতী ভাইরাস করোনার কারণে ঘরবন্দী মানুষের এই দূর্দিনের সময়ে কেবল একটু সহানুভূতি নিয়ে এলাকার বিত্তবানরা এগিয়ে এলে কেউ অনাহারে থাকবেনা। ফলে সবাই হোম কোয়ারেন্টাইনের প্রতি গুরুত্ব দিয়ে খুব দ্রুত করোনা ভাইরাসকে বিদায় জানাতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here