বালু নিতে বিবাড়িয়া থেকে প্রতিদিন আসছে শতাধিক ট্রাক চালক ও হেলপার ॥ ঝুকির মধ্যে চুনারুঘাট

0
696
বালু নিতে বিবাড়িয়া থেকে প্রতিদিন আসছে শতাধিক ট্রাক চালক ও হেলপার ॥ ঝুকির মধ্যে চুনারুঘাট

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন রোধে সারা দেশে অঘোষিত লকডাউন চললেও চুনারুঘাটে বন্ধ নেই বালু পরিবহন কাজে নিয়োজিত ট্রাক ও ট্রাক্টর। বিবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন চুনারুঘাটে আসছে শতাধিক ট্রাক চালক ও হেলপার। তারা দিনরাত হরদম বালু পরিবহন করছে। ইতোমধ্যে বিবাড়িয়া জেলা ব্যাপক আকারে করোনা ভাইরাস ধরা পড়ায় জেলাটি লকডাউন করা হয়েছে। অথচ বন্ধ নেই বালু পরিবহন ও উত্তোলন। প্রতিদিন প্রশাসনের নাকের ডগায় চুনারুঘাটের আসামপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন করে পরিবহন করলেও কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। অথচ এসব ট্রাকের চালক ও হেলপাররা বহন করতে পারে মহামারি ঘটানোর করোনা ভাইরাস।জানা গেছে, উপজেলার আসামপাড়া ইছালিয়া, ভুইছড়া, সুতাং খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

এসব বালু প্রতিদিনি ৭০ থেকে ৮০টি ট্রাক যোগে চলে যাচ্ছে বিবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলে। রাস্তায় সকল যানবাহন বন্ধ থাকলেও বন্ধ নেই বালু পরিবহনের এসব ট্রাক। দিনরাত এসব ট্রাক বালু নিয়ে উপজেলা শহরের উপর দিয়েই যাচ্ছে। প্রত্যেক ট্রাকে একজন ড্রাইভার ছাড়া রয়েছে একাধিক হেলপার। তাদের যে কেউ বহন করতে পারে করোনা ভাইরাস। এছাড়া যারা বালু উত্তোলন করছে তারাও মেনে চলছে না সামাজিক দুরত্ব। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এখন চলছে ট্রাক্টর দ্বারা মাটি পরিবহন। এর বেশির ভাগ মাটিই এখন যাচ্ছে ব্রিকফিল্ডে। অথচ বন্ধ নেই কোন ব্রিকফিল্ড। সেখানেও দিনরাত শত শত মানুষ কাজ করছে।চুনারুঘাটবাসী করোনা মোকাবেলায় এসব ট্রাক চলাচল ও বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়ে আসলেও কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব বালুবাহী ট্রাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here