বিদেশিদের জন্য ফের দরজা বন্ধ করল চীন

0
458
করোনায় শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন স্থগিত

খবর৭১ঃ চীনে স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। করোনার সংক্রমণ কমে আসায় আন্তর্জাতিক ফ্লাইট চালু ও বিদেশিদের প্রবেশ কিছুটা শিথিল করেছিল চীন। তবে প্রতিদিনই বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। এমন অবস্থায় নতুন করে সংক্রমন ঠেকাতে বিদেশিদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

আপাতত বিদেশি পর্যটকেরা চীনে ঢুকতে পারবেন না। বৈধ ভিসা বা ‘রেসিডেন্স পাস’ থাকলেও। বিমানের আন্তর্জাতিক ফ্লাইট আবারো সীমিত করছে শি জিনপিং সরকার। তবে বিদেশে থাকা চিনা নাগরিকেরা দেশে ঢুকতে পারছেন। কতদিন নতুন কড়াকড়ি জারি থাকবে সে বিষয়ে কিছু জানায়নি চীন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৮ এপ্রিল থেকে পুরোদস্তুর খুলতে পারে উহান শহর।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উহান গত ২৩ জানুয়ারি থেকে তালাবন্ধ। খুব জরুরি দরকার ছাড়া রাস্তায় বেরোনো নিষিদ্ধ। দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ ট্রেন, বাস, ফেরি, মেট্রোসহ যাবতীয় গণপরিবহণ। জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এ দেশে এখনও পর্যন্ত ৮১,৩৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৩,২৯২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here