করোনা: দুজন আক্রান্ত হওয়ার পরই লকডাউন নেপাল

0
555
করোনা: দুজন আক্রান্ত হওয়ার পরই লকডাউন নেপাল

খবর৭১ঃ নেপালের দুজন করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটিতে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এই পুরো নেপালে লকডাউন শুরু হবে। যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।

নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস জানায়, আগামী শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। সেখানে নেপালের প্রধানমন্ত্রী করোনা প্রতিরোধে দিক নির্দেশনা দেবেন ।

নেপালে করোনা আক্রান্ত দুজনই বিদেশফেরত। গত ২৩ জানুয়ারি চীন ফেরত এক শিক্ষার্থীর শরীরে নেপালে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এদিকে আজ ফ্রান্সফেরত আরেক কিশোরীর শরীরেও করোনা ভাইরাস ধরা পড়েছে।

এদিকে রোগী অল্প হলেও ইতোমধ্যে নেপালের সব সিনেমা হল, স্টেডিয়াম, সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এছাড়া রাজধানী কাঠমান্ডুতে দুটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করে রেখেছে নেপালের সেনাবাহিনী। আর করোনা প্রতিরোধে এমন প্রস্তুতিতে সাড়া বিশ্বেই প্রশংসিত হচ্ছে নেপাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here