করোনার ভ্যাকসিন এপ্রিলে মানবদেহে পরীক্ষা

0
530
করোনার ভ্যাকসিন এপ্রিলে মানবদেহে পরীক্ষা

খবর৭১ঃ চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত এখন বিশ্বের অন্তত ১৫২টি দেশ। এছাড়াও চীনে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

চিকিৎসাধীন অন্তত ১০ হাজার ৭৩২ জন।
জরুরি পরিস্থিতি এবং ক্লিনিকাল পরীক্ষার জন্য তাদের আগামী মাসে একটি করোনভাইরাস ভ্যাকসিন প্রস্তুত রয়েছে বলে জানান চীনা কর্মকর্তারা। সাউথ চীন মর্নিং পোস্ট অনুসারে, দেশের আটটি ইনস্টিটিউট করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে পাঁচটি পদ্ধতির উপর কাজ করছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রের পরিচালক ঝেং ঝংওয়ে জানান, আমারা আশাবাদী যে এপ্রিল মাসে ভ্যাকসিনগুলো ক্লিনিক্যাল গবেষণায় প্রবেশ করবে। জরুরি পরিস্থিতিতে এটা ব্যবহারের সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here