ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি শনিবার দেশে ফিরছেন

0
529
ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি শনিবার দেশে ফিরছেন

খবর৭১ঃ ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবার দেশে ফিরছেন চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি নাগরিক। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এরপরই তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকেলে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন তারা।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা হয়। এই ২৩ বাংলাদেশির বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সঙ্গে শিশুও রয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।

২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ফোনে গণমাধ্যমকে বলেন, আমরা শুক্রবার স্বাস্থ্য ছাড়পত্র পাব, শনিবার ঢাকায় ফিরতে পারব বলে আশা করছি। এর আগে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here