করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে সরানো হচ্ছে ছাত্রীদের

0
435
করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে সরানো হচ্ছে ছাত্রীদের

খবর৭১ঃ করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হলের গণরুম থেকে সরিয়ে ফেলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নির্দেশনায় হল প্রাধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মোট ছয়টি আবাসিক হলের গণরুমে প্রচুর শিক্ষার্থী থাকে। প্রতিটি গণরুমে ২৫-৩০টি বিছানা রয়েছে। এতে থাকছে প্রায় ৫০ জন ছাত্রী। তবে পাশাপাশি দুটি বেডের দূরত্ব মাত্র এক থেকে দেড় ফুট। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এসব ছাত্রী। সেখানে করোনাভাইরাস সংক্রমণ হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হলগুলোতে গণরুম না থাকলেও ছাত্রীদের হলে বেশ কয়েকটি গণরুম রয়েছে। এসব রুমে অনেক ছাত্রীকে একসঙ্গে থাকতে হয়। তাই করোনাভাইরাস থেকে সতর্কতা অবলম্বনের জন্য গণরুমের ছাত্রীদের অন্য রুমে স্থানান্তর করার কাজ শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here