মুরাদনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
543
মুরাদনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
‘‘প্রজন্ম হোক সমতার সকল নারী অধিকার’’ এই ¯স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠানটির আয়োজন করেনমুরাদনগর নারী উন্নয়ন ফোরাম।

কুমিল্লার জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। জামাল উদ্দিন ও শারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইসচেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, আবদুল কাইয়ুম, জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম পারভেজ, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ প্রমুখ।

আলোচনা শেষে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মহোদয়ের নিজস্ব তহবিল থেকে মুরাদনগর নারী উন্নয়ন ফোরামের ৭১ জন সদস্যকে সেলাই মেশিন ও ৪৯ জন সদস্যের
মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। পরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে ‘শিশুর চোখে শেখ মুজিব’ শীর্ষক দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here