মুন্সীগঞ্জে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

0
400
মুন্সীগঞ্জে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
ছবিঃ কালেরকন্ঠ

খবর৭১ঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত চলে এ অভিযান। নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করা হয়। এরই সূত্র ধরে আমরা এ অভিযান চালাই। অভিযানে মোট ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৪ লাখ ২২ হাজার ৬০০টি, লোহার রোল ৬টি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, এর মধ্যে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বাকি ৫ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য রাখা হয়েছে। এসব মামলামালের আনুমানিক মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা। তবে এ সময় কাউকে পাওয়া না যাওয়ায় আটক করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here