ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েছেন প্রার্থীরা

0
383
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েছেন প্রার্থীরা
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আজ রবিবার (১ মার্চ) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন।

প্রতীক বরাদ্দকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম ‘নৌকা’, বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম  ‘ধানের শীষ’, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান ‘লাঙ্গল’, এবং বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’ প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম পেয়েছেন ‘বাঘ’ প্রতীক।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৯ ফেব্রুয়ারি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। আগামী ২১ মার্চ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here