পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরিত হয়ে বিমানে আগুন, জরুরি অবতরণ

0
613

খবর৭১ঃ

নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা ভার্জিন এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইলের ‘পাওয়ার ব্যাঙ্ক’ বিস্ফোরণের পর বিমানের ভেতর আগুন লাগার কারণে তারা যুক্তরাজ্যের বোস্টনে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বিমানটি পরিদর্শন করেন। তারা বিমানের ভেতর থেকে একটি বিস্ফোরিত পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করেন।

সেটি পরীক্ষার পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে বিমানটিতে আমরা মোবাইল ফোনের বিস্ফোরিত একটি এক্সটার্নাল পাওয়ার ব্যাঙ্ক পেয়েছি। সেটি বিস্ফোরিত হয়েই বিমানে আগুন লেগেছিল।’

বিমানে থাকা ২১৭ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বোস্টন বিমানবন্দর কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here