ভেনিজুয়েলার সাথে গোল শুন্য ড্র ব্রাজিলের

0
790

খবর ৭১ঃ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়েছে ভেনিজুয়েলা। ব্যঙ্গ করে ব্রাজিলের ড্র কাণ্ডকে অনেক বিদেশি সংবাদমাধ্যম ‘ভারিজুয়েলা’ বলছে। কারণ ভেনিজুয়েলা নয় ব্রাজিলকে আটকিয়েছে মূলত ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভার)। প্রযুক্তির কারণে বাতিল হয়েছে ব্রাজিলের তিনটি গোল। অবশ্য গোল বাতিল হওয়া নিয়ে সেলেসাও কোচ তিতের তেমন অভিযোগ নেই।

ভেনিজুয়েলার বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখে ব্রাজিল। তাতে কী! প্রতিপক্ষকে হারাতে পারেনি দলটি। ম্যাচে একের পর এক আক্রমণ করেন ফিরমিনো-জেসুসরা। তবে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

বুধবার সালভাদরে ম্যাচের ৩৬তম মিনিটে গোল পেয়েছিল ব্রাজিল। ফিরমিনোর বল খুজে পায় ভেনিজুয়েলার জাল। তবে ফাউলের কারণে গোলটি বাতিল হয়। ৬০তম মিনিটে গোল করেন গ্যাব্রিয়াল জেসুস। অফসাইডের ফাঁদে সেই গোলটিও বাতিল হয়। ৮৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস বল নেটে জড়িয়ে দিলে তাও বাতিল হয়ে যায় ভিডিও অ্যাসিস্যাটন্ট রেফারির জন্য। ফলে, কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে।

ম্যাচটিতে পয়েন্ট হারানো পেছনে ভেনিজুয়েলার অতি রক্ষণাত্মক খেলাকে দায়ী করেছেন ব্রাজিল ডিফেন্ডার থিয়েগো সিলভা। তিনি বলেন, ‘তারা বেশিই রক্ষণাত্মক খেলেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তারা তো আক্রমণেই উঠতে পারেনি।‘

ড্রয়ের কারণ হিসেবে ‘ভার’কে দায়ী করেননি ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, ‘ভার সঠিক সিদ্ধান্ত দিয়েছে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমরা গোল করতে ব্যর্থ হয়েছি এটাই হলো আসল কথা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here