সৈয়দপুরে রেশম চাষে ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

0
474

সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেশম চাষে সম্পৃক্ত আমার বাড়ি আমার খামার প্রকল্পের
উপকারভোগীদের পাঁচ দিনব্যাপী ‘সিল্ক প্রডাকশন ডেভলপমেন্ট প্রশিক্ষণ’ শুরু হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসন, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক যৌথভাবে ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল রবিবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য বলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. রেজাউল করিম প্রমূখ।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন। এতে মোট ২৫ জন নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছেন।
আগামী ৩০ মে সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here