মাশরাফি ছাড়া অন্য কেউ হলে আগেই ছিটকে যেতো: হাবিবুল বাশার

0
682

খবর৭১ঃমাশরাফি বিন মুর্তজা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘মাশরাফি বিশ্বের সবার জন্যই একটা দৃষ্টান্ত স্থাপনকরেছেন। ক্রিকেটের প্রতি ওর নিবেদন অন্যরকম।’

মঙ্গলবার দেয়া একান্ত সাক্ষাৎকারে হাবিবুল বাশার সুমন বলেন, ‘এতগুলো অস্ত্রোপচারের পরও মাশরাফি যেভাবে ক্রিকেট খেলে যাচ্ছেন, তা সত্যি অসাধারণ। মাশরাফি বলেই এটা পেরেছেন। অন্য কেউ হলে আগেই ছিটকে যেতেন।’

২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেন হাবিবুল বাশার সুমন। তার অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ খেলেন মাশরাফি। ২০১১ সালে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যান তিনি।

সবশেষ ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ দল। এবার আবারও মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড বিশ্বকাপে।

দেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি প্রসঙ্গে হাবিবুল বাশার সুমন আরও বলেন, ‘আমি জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় যতো ম্যাচ জিতেছি, তার সবগুলোতেই জয়ের নায়ক ছিলোমাশরাফি।’

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশার সুমন আরও বলেন, ‘২০০৭ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে যে ধাক্কাটা দেয়ার প্রয়োজন ছিল, সেটা মাশরাফিই দিয়েছিলেন। সেদিন শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে দেন মাশরাফি।’

সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাশরাফির বোলিং তোপের মুখে পড়ে ১৯১ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৩৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাশরাফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here