এবার নির্বাচনে হারলেন অস্ট্রেলিয়ার সেই বর্ণবাদী সিনেটর

0
523

খবর৭১ঃনিউজিল্যান্ডের দুই মসজিদে প্রার্থনারত মুসলিমদের ওপর হামলায় ৫১ জননিহতের ঘটনায় দেশটির অভিবাসন নীতি নিয়ে মন্তব্য করা অস্ট্রেলিয়ারসেই সিনেটর নির্বাচনে হেরেছেন। খবর ডেইলি সাবাহর।

মার্চে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গণহত্যার ঘটনার কয়েক ঘণ্টা পর মুসলিমদের অভিবাসন নীতি নিয়ে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেসার অ্যানিং।এরপর সমালোচনার সম্মুখীন হন তিনি। এছাড়া এক বালকের ডিম হামলার শিকার হন অস্ট্রেলিয়ান ওই সিনেটর।

অ্যানিং শনিবার তার পার্টি থেকে মনোনয়নের জন্য আশাবাদী ছিলেন। তবে তার পার্টি থেকে তিনি নির্বাচিত হননি। পরে আরেক দলে গিয়ে শেষ নির্বাচনে তিনি ১৯ ভোট পান।

সাংবিধানিক ভিত্তিতে অযোগ্য ঘোষিত একজন সিনেটরের প্রতিস্থাপন হিসেবে গত বছর তাকে সিনেটে নিয়োগ দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here