আন্তর্জাতিক হ্যাকার দলের অন্তত ১২ সদস্য গ্রেফতার

0
319

খবর৭১ঃ ম্যালওয়ারের মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় ৪০ হাজার মানুষের কাছ থেকে কমপক্ষে ১০ কোটি মার্কিন ডলার চুরি করা আন্তর্জাতিক হ্যাকার দলকে গ্রেফতার করা হয়েছে।

মোট ৫টি দেশের মধ্যে সম্মিলিতভাবে চালানো একটি তদন্তে দলটির ১২ জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করা হয়।

গতকাল বৃহস্পতিবার ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপুলের সদর দফতর দ্য হ্যাগে এ তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, জর্জিয়া, মলদোভা ও ইউক্রেনের পুলিশ বাহিনীর মধ্যে এক সম্মিলিত তদন্তে দলটির সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে ১০ সদস্যকে। পালিয়ে বেড়াচ্ছে আরো ৫ রুশ নাগরিক।

ধারণা করা হচ্ছে, রুশ নাগরিকদেরই একজন অর্থ চুরিতে ব্যবহৃত ম্যালওয়ারটি তৈরি করেছেন। এছাড়া দলটির নেতা ও কারিগরি সহায়ক গ্রেফতার হয়েছেন জর্জিয়ায়। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা অপর এক সদস্যকে বুলগেরিয়া থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছৈ। মলদোভায় গ্রেফতার হয়েছেন হ্যাকার চক্রের আরও এক সদস্য।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ‘গজনিম’ নামের একটি ম্যালওয়ার ব্যবহার করে বিভিন্ন কম্পিউটারে সাইবার হামলা চালাতো হ্যাকার গ্রুপটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here