স্বাধীন ভারতে প্রথম জঙ্গি একজন ‘হিন্দু’: কমল হাসান

0
281

খবর৭১ঃ স্বাধীন ভারতে একজন হিন্দু উগ্রবাদীর হাত ধরে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক কমল হাসান।

মক্কাল নিধি মইয়ম (এমএনএম) নামে সদ্যগঠিত একটি রাজনৈতিক দলের প্রধান কমল হাসান বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম জঙ্গি ছিলেন একজন হিন্দু। তার নাম নাথুরাম গডসে।’

ভারতের তামিলনাড়ু রাজ্যে নিজ দল এমএনএমের নির্বাচনী প্রচারের ফাঁকে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

গতকাল রবিবার রাজ্যের কারুর জেলার আরবাকুরিচিতে মুসলিম অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এ অভিনেতা বলেন, ‘এটা মুসলিম অধ্যুষিত এলাকা বলে বলছি না, ভারতের বিরোধীরা আমাকে আক্রমণ করেছিল, কারণ আমি বলেছিলাম ভারতের মাটিতে হিন্দু কট্টরপন্থা রয়েছে।’

এ প্রসঙ্গে কমল হাসান আরও বলেন, ‘আমি বলেছি, স্বাধীন ভারতের প্রথম জঙ্গিই ছিল একজন হিন্দু। আর সেখান থেকেই ভারতে জঙ্গিবাদের যাত্রা শুরু।’

এসময় তিনি জঙ্গি-সন্ত্রাসবাদমুক্ত ভারত গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা সবার জন্য সমান ও নিরাপদ ভারত চাই। সন্ত্রাসবাদের পথ ভুল পথ। সে পথে হিন্দু হোক কিংবা মুসলিম যে জড়িত হোক তার জীবন ধ্বংস হবেই। সব ধর্মই অহিংসার কথা বলে।’

জঙ্গিবাদের উত্থান নিয়ে এই দক্ষিণী অভিনেতার মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ভারতীয় রাজনীতিতে।

উল্লেখ্য, ভারতের হিন্দু কট্টরপন্থি সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য ও চরমপন্থি ছিলেন নাথুরাম গডসে। ১৯৪৮ সালে অহিংস আন্দোলনের নেতা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন নাথুরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here