পানামায় শক্তিশালী ভূমিকম্প, আহত ৫

0
334

খবর ৭১ঃ পানামায় রবিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। এতে অন্তত পাঁচজন আহত এবং দেশটির ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের ক্ষতি হয়েছে। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শক্তিশালী ভূমিকম্পটি কোস্টারিকা সীমান্তের কাছে পানামার পশ্চিম প্রান্তে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ন্যাশনাল সিভিল প্রোটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানিয়েছে, এই ঘটনায় পাঁচজন আহত ও চারটি বাড়ির ক্ষতি হয়েছে। পুয়ের্তো আর্মুয়েলেস থেকে ২২ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

এর আগে প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা টুইট বার্তায় বলেছিলেন, ভূমিকম্পের ঘটনায় পুয়ের্তো আর্মুয়েলেসে মাত্র একজন আহত হয়েছে।

তিনি ভূমিকম্পে মধ্য আমেরিকার এ দেশের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কথা জানান।

সিনাপ্রোক জানায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে দুটি ধসে পড়েছে।
এতে প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র থেকে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here