জঙ্গি সম্পৃক্ততায় পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ

0
216

খবর৭১ঃ জইশ-ই-মোহাম্মদসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১১টি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ( ১১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায়। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের (এনএপি) অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনগুলো হলো- আল আনফান ট্রাস্ট (লাহোর), ইদারায়ে খেদমতে খালক (লাহোর), আদ-দাওয়া ওয়াল ইরশাদ (লাহোর), আল হামদ ট্রাস্ট (লাহোর ও ফয়সালাবাদ), মসজিদ ওয়েলফেয়ার ট্রাস্ট (লাহোর), আল মদিনা ফাউন্ডেশন (লাহোর), মুয়াজ বিন জাবাল এডুকেশন ট্রাস্ট (লাহোর) আল ইসার ফাউন্ডেশন (লাহোর), আর-রহমত ট্রাস্ট অর্গানাইজেশন (ভাওয়ালপুর) এবং করাচির আল ফোরকান ট্রাস্ট।

পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুদ দাওয়াহ, ফালাহ ইনসানিয়াত ফাউন্ডেশন এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে এ প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা রয়েছে।

এর আগে ১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের একটি দাতব্য সংস্থাকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here